আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে স্মরণ করে শনিবার (৪ অক্টোবর) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুষ্টিয়া জেলা সাংস্কৃতিক জোটের আয়োজনে স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. খালেদউজ্জামান মিজান। সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে এবং কবি হাসান টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মহম্মদ, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক পারভেজ মাজমাদার ও আক্তারুজ্জামান কাজল মাজমাদার, কুষ্টিয়া জেলা কালচারাল অফিসার সুজন রহমান, জেলা সাংস্কৃতিক জোটের...