নেত্রকোনার পাহাড়ি সীমান্তবর্তী দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। পাহাড়ি এই অঞ্চলের অর্থনীতি দীর্ঘদিন ধরেও থমকে থাকলেও নতুন সীমান্ত সড়কে কিছুটা গতি এসেছে। তবে ৪টি নদীর উপর এখনো সেতু নির্মাণ না হওয়ায় পুরোপুরি সুফল থেকে বঞ্চিত সীমান্তের প্রায় কয়েক লাখ বাসিন্দা। এর ফলে বর্ষার অত্যন্ত পাঁচ মাস সেতুর অভাবে অচল পড়ে থাকে এই সীমান্ত সড়কটি। কলমাকান্দা উপজেলার মহাদেও নদ। শুকনো মৌসুমে মহাদেও শান্ত থাকলেও বর্ষায় মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা ছড়ার আর ঢলের পানিতে খরস্রোতায় রূপ নেয় পুরো নদ। ফলে স্থানীয়দের পারাপারের একমাত্র ভরসা ছোট ডিঙ্গি নৌকা। তারপর পানি কম থাকলে পায়ে হেঁটে নদী পাড়ি দিতে হয় স্থানীয়দের। বর্ষায় অত্যন্ত চার থেকে পাঁচ মাস নদী পারাপারের এমন দুর্ভোগ তাদের। পাহাড়ি সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রতিদিনই পাঁচগাঁও, পাতলাবনসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে আসেন পর্যটকরাও। তবে...