নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হঠাৎ করে তার রক্তচাপ ও নাড়ির গতি কমে গেলে দ্রুত চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। তবে তিনি এখনও জীবিত এবং চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছেন তার জামাতা ও চিকিৎসক ডা. তৌহিদুর রহমান তুহিন। বয়সজনিত নানা জটিল রোগে ভুগতে থাকা তোফায়েল আহমেদ গত কয়েক বছর ধরে শয্যাশায়ী ছিলেন এবং চলাফেরার ক্ষমতা প্রায় হারিয়েছেন। ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে এমপি নির্বাচিত হওয়া...