০৫ অক্টোবর ২০২৫, ০৮:৪০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ এএম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার রাতে একের পর এক বিমান হামলায় আরও ৭০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। হামলার পর গোটা উপত্যকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। হামাস বলছে, আন্তর্জাতিক চাপের মুখে বেসামরিক নাগরিকদের ওপর হামলা কমানোর দাবি করলেও ইসরায়েল বাস্তবে তার আগ্রাসন বন্ধ করেনি। রোববার (৫ অক্টোবর) তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, শনিবার রাতে ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় অন্তত ৯৩টি বিমান হামলা চালায়। এসব হামলায় ৭০ জন নিহত হন, যাদের মধ্যে শুধু গাজা সিটিতেই ৪৭ জনের মৃত্যু ঘটে। সাম্প্রতিক এই হামলার পেছনে কারণ হিসেবে ইসরায়েল দাবি করছে, তারা হামাসের সামরিক ঘাঁটি ও কমান্ড সেন্টার লক্ষ্য করে...