নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) ভোর ৬টার দিকে গুলশানের ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, সরকারবিরোধী কর্মকাণ্ড এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের সহায়তা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সাহারপাড় গ্রামের বাসিন্দা। তার বাবা এম এ...