বয়স এখনো ২১ হয়নি। কিন্তু এ অল্প বয়সেই জীবন যেন সব রং, সব স্বাদ দেখিয়ে দিয়েছে লাওতারো রিভেরোকে। গতকাল রাত পর্যন্তও আর্জেন্টিনার বাইরে তেমন কেউ চিনত না এ নামটি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন রিভেরো। তাঁকে প্রথমবারের মতোজাতীয় দলে ডেকেছেন কোচ লিওনেল স্কালোনি।আর দলে ডাক পাওয়ার পর সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে গেছে তাঁর জীবনের গল্পটা—সংগ্রাম, বঞ্চনা আর ফিরে আসার লড়াইয়ের গল্প। কয়েক মাস আগেও ধারে খেলছিলেন সেন্ট্রাল কর্দোবার হয়ে। দুর্দান্ত পারফরম্যান্সে রিভার প্লেট তাঁকে ফিরিয়ে নেয় দলে। এই সেন্টারব্যাক রিভেরোকে ফেরাতে তারা কার্যকর করে তাঁর বাই-আউট ক্লজ, যাতে তিনি ক্লাব বিশ্বকাপেও খেলতে পারেন। সেই সুযোগে এখন তিনি রিভার প্লেটের রক্ষণের নির্ভরযোগ্য মুখ। আর আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলার ডাকও পেয়েছেন। তবে...