বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। কাজ চালু রেখে কীভাবে সেটা অনুসন্ধান করা যায় সরকারকে সেই পথ বের করা উচিত। কিন্তু কাজ পুরোপুরি বন্ধ রাখায় জনগণের দুর্ভোগ আরও দীর্ঘ হচ্ছে। নির্মাণাধীন এলাকায় বিশেষ করে গাজীপুর চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ মোড়ে মানুষের দুর্ভোগ সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। তাছাড়া সড়কে নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নষ্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় অবকাঠামো ভেঙে যাচ্ছে। বিআরটি লেনে ও বাইরের সড়কে উল্টাপাল্টা যান চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর-গাজীপুর অংশে শেখ হাসিনা সরকারের নেওয়া মেগা উন্নয়ন প্রকল্পটি দুর্ভোগের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে এক যুগেরও বেশি সময় ধরে। বিগত সরকারের শীর্ষ ব্যক্তিদের অনিয়ম-দুর্নীতি ও কমিশন-বাণিজ্যের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এ সময়ে প্রতিদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের অন্তত ২৩ জেলার...