ট্রাম্প প্রশাসন কি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে? সংক্ষিপ্ত উত্তর হলো: সম্ভবত ইচ্ছাকৃতভাবে নয়, তবে ঘটনাচক্রে এমনটা ঘটতে পারে। আর সেটাই আসল সমস্যা। যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সাম্প্রতিক উত্তেজনা পুরোনো সেই পরিচিত গল্পই মনে করিয়ে দিচ্ছে। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক চক্রগুলোর ওপর সামরিক হামলা করার চিন্তাভাবনা করছে। এটি প্রকারন্তরে মাদুরোকে দুর্বল করার একটি বৃহত্তর কৌশলের অংশ। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো পদক্ষেপের অনুমোদন দেননি। মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে আলাপ-আলোচনা চলছে। স্পষ্ট কোনো পরিণতি নির্ধারণ না করেই চাপ বাড়ানোর কৌশল এটি। ট্রাম্প প্রশাসন অত্যন্ত চতুরতার সঙ্গে এটিকে সরাসরি শাসন পরিবর্তনের কথা না বলে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে উপস্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কট্টরনীতি বাস্তবায়নের পেছনে প্রধান চালিকা শক্তি। ভেনেজুয়েলাকে তাঁর কিউবান-আমেরিকান অভিজ্ঞতার যে...