আমার সৌভাগ্য, এমন মা-বাবার ঘরে জন্মেছি, যাঁরা আমার সাফল্যের জন্য সব করেছেন। এমন স্কুলে গিয়েছি, যেখানে কম্পিউটার ব্যবহারের সুযোগ ছিল। এসব সৌভাগ্যই আমার ভবিষ্যৎ গড়তে সাহায্য করেছে। অবশ্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কিংবা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন সেই শিক্ষকেরা; যাঁদের কাছ থেকে আমি শেখার সুযোগ পেয়েছি। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ পর্যন্ত এমন শিক্ষকদের পেয়েছি, যাঁরা আমার ভেতরের সম্ভাবনাটা টের পেয়েছিলেন (যখন সেটা দুষ্টুমির আড়ালে চাপা ছিল)। তাঁরা আমাকে সত্যিকার দায়িত্ব দিয়েছেন। বক্তৃতা নয়—অভিজ্ঞতার মাধ্যমে শেখার পথ করে দিয়েছেন। আগ্রহগুলো আবিষ্কারের সুযোগ দিয়েছেন। আজ বলব পাঁচ শিক্ষকের কথা। যাঁরা আমাকে শিখিয়েছেন কীভাবে পৃথিবীকে দেখতে হয়, কী আমি অর্জন করতে পারি। ব্লানশ ক্যাফিয়েরি আমার জীবনে দুবার এসেছিলেন—প্রথমে প্রথম শ্রেণির শিক্ষক হিসেবে। পরে চতুর্থ শ্রেণিতে আমার প্রথম ‘বস’ হিসেবে, যখন তিনি ভিউ রিজ...