০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ এএম গাজায় ত্রাণবাহী নৌবহরে যোগ দেওয়ার পর ইসরায়েল থেকে বিতাড়িত কয়েকজন আন্তর্জাতিক কর্মী অভিযোগ করেছেন যে, জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গকে ইসরায়েলি বাহিনী হেফাজতে নিয়ে নির্যাতন করেছে। শনিবার ১৩৭ জন বিতাড়িত কর্মী তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। তাদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া, জর্ডানসহ আরও কয়েকটি দেশের নাগরিক ছিলেন বলে তুর্কি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তুর্কি সাংবাদিক ও গাজা সুমুদ ফ্লোটিলা অংশগ্রহণকারী এরসিন চেলিক স্থানীয় গণমাধ্যমকে জানান, তিনি নিজ চোখে দেখেছেন ইসরায়েলি বাহিনী গ্রেটা থুনবার্গকে ‘নির্যাতন’ করছে। তিনি বলেন, ‘ওকে মাটিতে টেনে নিয়ে যাওয়া হয় এবং ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হয়।’ মালয়েশীয় কর্মী হাজওয়ানি হেলমি এবং মার্কিন অংশগ্রহণকারী উইনফিল্ড বিবারও একই ধরনের...