০৫ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ এএম সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশের একজন ট্যাক্সিচালক জয় করেছেন বিশাল লটারির পুরস্কার—দুই কোটি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি ৩৪ লাখ টাকা। এই সৌভাগ্যবান প্রবাসীর নাম হারুন সরদার। তিনি শারজায় থাকেন এবং পেশায় একজন প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার। দীর্ঘদিন ধরে পরিশ্রম ও ভাগ্যের আশায় লটারি কিনে আসা হারুনের জীবন এবার এক মুহূর্তেই বদলে গেছে। ১৪ সেপ্টেম্বর তারিখে কেনা ০৩৫৩৫০ নম্বর টিকিট দিয়েই এই সৌভাগ্য আসে হারুনের জীবনে। এটি ছিল বিখ্যাত ‘বিগ টিকেট র্যাফল ড্র’-এর অংশ, যা সংযুক্ত আরব আমিরাতজুড়ে জনপ্রিয় মাসিক লটারি আয়োজন। প্রায় ১৫ বছর ধরে তিনি প্রতি মাসেই এই লটারির টিকিট কিনছিলেন—নিজের ভাগ্য পরিবর্তনের আশায়। অবশেষে ২০২৫ সালের এই সেপ্টেম্বরেই তার সেই স্বপ্ন বাস্তবে রূপ...