গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বোমাবর্ষণ বন্ধের নির্দেশ উপেক্ষা করেই শনিবার এই হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজা সিটির তুফ্ফাহ এলাকাসহ বিভিন্ন স্থানে চালানো হামলায় ৪৬ জন নিহত হন। এর মধ্যে তুফ্ফাহর একটি বাড়িতে একই পরিবারের ১৭ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সবচেয়ে কম বয়সি শিশুটির বয়স মাত্র আট মাস। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে তিনজন ত্রাণের অপেক্ষায় ছিলেন। তারা জাতিসংঘের ত্রাণকেন্দ্রের সামনে খাদ্য সহায়তা পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এর আগে শুক্রবার রাতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানায়। এর পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দেন। কিন্তু...