গাজায় বোমা হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর হামলা চালিয়ে অন্তত ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। শনিবার (৪ অক্টােবর) দিনভর গাজা সিটির দুর্ভিক্ষকবলিত এলাকায় ভয়াবহ বিমান ও গোলাবর্ষণে অন্তত ৪৫ জন প্রাণ হারান বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র। খবর আল জাজিরার। গাজা সিটির তুফাহ্ মহল্লায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের বেশ কয়েকজনসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই মাস বয়সী শিশুসহ সাত শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। হামলায় আশপাশের ভবনও ধ্বংস হয়েছে। অন্যদিকে, দক্ষিণ গাজার তথাকথিত “নিরাপদ অঞ্চল” আল-মাওয়াসি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি গোলাবর্ষণে দুই শিশু নিহত ও আরও অন্তত আটজন আহত হয়েছেন। এ ছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরসহ গাজার বিভিন্ন স্থানে হামলার খবর দিয়েছে আল-জাজিরার প্রতিবেদক। গাজার হাসপাতালগুলোতে আহতদের ঢল সামলানো...