বহুদিন ধরেই গুঞ্জন চলছিল, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বড় পর্দায় আসছেন শাকিব খানের নায়িকা হয়ে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। প্রযোজনা সূত্রে জানা গেছে, শুক্রবার শুটিং শুরুর আগে তারা দুজনই অংশ নিলেন লুক টেস্টে।সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন শাকিব খান। দেশে ফিরেই নতুন সিনেমা সোলজারের কাজে মনোযোগী হয়েছেন তিনি। আগামী ৫ অক্টোবর রাজধানী ঢাকায় সিনেমাটির ক্যামেরা ওপেন হবে, আর প্রথম শট দেবেন শাকিব খান নিজেই। এরপর ১৫ অক্টোবর থেকে শুটিংয়ে যোগ দেবেন তানজিন তিশা। এ ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর। একই সঙ্গে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।শুটিং শুরুর আগে শুক্রবার দিনভর ফটোশুটে অংশ নেন শাকিব খান ও তানজিন তিশা। জানা গেছে, বিকেলে তিশার লুক শুট সম্পন্ন হয়েছে। এরপর শাকিব...