বিশ্বজুড়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল টেইলর সুইফটের দ্বাদশ স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব অ্যা শোগার্ল’। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রকাশিত অ্যালবামটির খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।নতুন অ্যালবামে টেইলরের সঙ্গে কাজ করেছেন খ্যাতিমান প্রযোজক শেলব্যাক ও ম্যাক্স মার্টিন। এর আগে ম্যাক্স সুইফটের ‘ব্যাড ব্লাড’ ও শেইক ইট অবের মতো সুপারহিট গান প্রযোজনা করেছিলেন। এ ছাড়া ব্যাকস্ট্রিট বয়েজ ও কেলি ক্লার্কসনের মতো বিশ্বতারকাদের সঙ্গেও কাজ করেছেন তিনি।দ্য লাইফ অব অ্যা শোগার্লে মোট ১২টি গান রয়েছে। পপ ও ব্যালাডের মিশেলে সাজানো অ্যালবামের দৈর্ঘ্য ৪২ মিনিট, যা সুইফটের সাম্প্রতিক অ্যালবামগুলোর তুলনায় ছোট। প্রথম গান দ্য ফেইট অব ওফেলিয়াতে ইংরেজ সাহিত্যিক শেকসপিয়ারের প্রতি ইঙ্গিত থাকলেও শেষ গান দ্য লাইফ অব অ্যা শোগার্লে কণ্ঠ দিয়েছেন সুইফট ও সমসাময়িক পপ তারকা সাবরিনা...