নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সোনাইমুড়ীতে সাইমুন নামের এক কলেজছাত্র প্রেমিকা ও প্রেমিকার বান্ধবীর উপস্থিতিতে আত্মহত্যা করেছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মানিক্য নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইমুন আমিশাপাড়া ইউনিয়ন মানিক্য নগর আমজাদ বেপারী বাড়ির প্রবাসী মিজানের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কলেজছাত্র সাইমুনের বাড়িতে সকালে তার প্রেমিকা ও প্রেমিকার আরেক বান্ধবী বেড়াতে আসেন। মেয়ে দুটির সঙ্গে আড্ডা দেওয়ার একপর্যায়ে নিজ বসতঘরে গলায় ফাঁস দেন সাইমুন। বিষয়টি তার চাচি জুবাইদা খাতুন টের পেয়ে কথিত প্রেমিকা ও স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিকভাবে গলার রশি কেটে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাইমুনকে মৃত ঘোষণা করেন। চাচি জুবাইদা খাতুন বলেন, সাইমুনকে মেয়ে দুটির সঙ্গে নাশতা করতে দেখে আমি রান্না করতে যাই। পরে আমার ছোট ছেলের...