আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। ম্যাচে ৪ ও ২ উইকেটের দুটি জয়ই এসেছে ধীরগতির ও স্নায়ুক্ষয়ী লড়াইয়ের পর। আজ বাংলাদেশের আফগানিস্তানকে হোয়াইটওইয়াশ করার মিশন। শারজাহতে দুই দল মুখোমুখি হবে রাত ৮ টা ৩০ মিনিটে। প্রথম দুই ম্যাচ নিয়ে ফিল সিমন্স বলেছেন, ‘’এমন ঘনঘন উত্তেজনাপূর্ণ জয় আমাদের হার্টের জন্য ভালো নয়। প্রতিটি ম্যাচ যেন রীতিমতো হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ক্রিকেট এমনই। টানটান উত্তেজনার ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু খেলোয়াড় থেকে সমর্থক কারও জন্যই এটি সহজ নয়।’’ বাংলাদেশে প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলে ২০০৬ সালের নভেম্বরে। এরপর মোট ৫৩টি সিরিজ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে মাত্র তিনবার। সর্বশেষ গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। অপর দুটি ২০১২ সালে আয়ারল্যান্ড...