পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপদেষ্টারা আরব সাগরের তীরে একটি বন্দর নির্মাণ ও পরিচালনার প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শুক্রবার ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।ফাইন্যান্সিয়াল টাইমস লিখেছে, ‘দুঃসাহিসক’ সেই পরিকল্পনায় মার্কিন বিনিয়োগকারীদের পাকিস্তানের গুরুত্বপূর্ণ খণিজসম্পদ খাতে প্রবেশে সাগর তীরবর্তী মাছের শহর পাসনিকে একটি টার্মিনাল হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। পাশনি ইরান থেকে ১০০ মাইল ও পাকিস্তানের গোয়াদর থেকে ৭০ মাইল দূরে। চীনের সহায়তার তৈরি একটি বন্দরও রয়েছে সেখানে। আনুষ্ঠানিক কিছু না হলেও সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ায় বিস্তৃত ভূ-রাজনৈতিক বিশাল পরিবর্তনকে পুঁজি করার উপায়গুলো পাকিস্তানের কর্মকর্তারা কীভাবে অন্বেষণ করছেন, ওই প্রস্তাবের মধ্য দিয়ে সেটিই ফুটে উঠছে।পত্রিকাটির দেখা এক পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বেলুচিস্তানের গওয়াদার জেলায় অবস্থিত পাশনি শহরে একটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করতে পারে,...