নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি উপদেষ্টা পরিষদের একাংশকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন এবং তাদের নাম প্রকাশের হুঁশিয়ারি দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন যে, অনেক উপদেষ্টাকে বিশ্বাস করাটা ছিল একটি বড় ভুল, এবং তাদের বিশ্বাস করে তিনি ও তার সহযোদ্ধারা প্রতারিত হয়েছেন। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর, ৮ আগস্ট ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই অন্তর্বর্তী সরকারে, ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে নাহিদ ইসলামকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এবং আসিফ মাহমুদ সুজিব ভূঁইয়াকে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে, নাহিদ ইসলাম পদত্যাগ করে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন এবং বর্তমানে তিনি সেই দায়িত্ব পালন করছেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব...