নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে এক ডলারের কয়েনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংযুক্ত করার একটি খসড়া নকশা প্রকাশ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। শুক্রবার (৩ অক্টোবর), ট্রেজারি ডিপার্টমেন্ট এই সম্ভাব্য নকশার প্রাথমিক রূপ প্রকাশ করে। এতে কয়েনের সামনের অংশে ট্রাম্পের প্রোফাইল ছবি এবং তার ওপর ‘LIBERTY’ ও নিচে ‘1776–2026’ লেখা দেখা গেছে। মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচ তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নকশাটির ছবি প্রকাশ করেন, যা পরে ট্রেজারি...