নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ডলার কিনতে শুরু করায় আন্তঃব্যাংক (ইন্টারব্যাংক) লেনদেন কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের এক্সচেঞ্জ রেট ও ফরেইন এক্সচেঞ্জ মার্কেট ডাইনামিকস শীর্ষক প্রতিবেদনে দেখা যায়, আগস্ট মাসে দৈনিক গড় স্পট লেনদেন দাঁড়িয়েছে ৩৩.২৩ মিলিয়ন ডলারে, যা জুলাইয়ে ছিল ৪০.৭৫ মিলিয়ন ডলার। সোয়াপ লেনদেনও কমে ৭৭.০৪ মিলিয়নে নেমেছে, যা আগের মাসে ছিল ৮৬.৯৪ মিলিয়ন ডলার। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি আয় ও রেমিট্যান্স বাড়ায় ব্যাংকগুলোতে ডলার সঞ্চয় বেশি হয়েছে। মূল্য না পড়ে যায়, তাই বাংলাদেশ ব্যাংক ১২১ টাকার ওপরে দর ধরে রাখতে বাজার থেকে ডলার কিনছে। জুলাই থেকে আগস্ট পর্যন্ত নিলামের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক প্রায় ১.৮৮ বিলিয়ন ডলার কিনেছে। শুধু আগস্ট মাসেই কিনেছে ৪৫৪ মিলিয়ন ডলার। ফলে ব্যাংকগুলোর হাতে থাকা অতিরিক্ত ডলার...