যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলের এই বোমা হামলা ও বিমান হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার চিকিৎসা কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষে বিপর্যস্ত গাজা সিটিতে হামলার তীব্রতা ছিল সবচেয়ে বেশি। সেখানে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। তুফফাহ এলাকায় একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলায় ১৮ জন প্রাণ হারান এবং আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। আরও পড়ুন>>ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না নেতানিয়াহু/ নিষেধ অমান্য করে গাজায় ফের ইসরায়েলের হামলাস্পেনে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, বার্সেলোনার রাস্তায় ৭০ হাজার মানুষগ্লোবাল সুমুদ ফ্লোটিলা: সমুদ্র পেরিয়ে মানবতার বার্তা এদিকে দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি এলাকা, যাকে ইসরায়েলি সেনারা তথাকথিত ‘মানবিক নিরাপদ অঞ্চল’ ঘোষণা করেছিল, সেখানে হামলা...