০৫ অক্টোবর ২০২৫, ০৮:২৯ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২৯ এএম তিন ম্যাচ সিরিজিরে প্রথম দুটি জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৮টায়। ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৪ এবং ২ উইকেটে জিতে বাংলাদেশ। সদ্যই এশিয়া কাপের সুপার ফোর থেকে মিশন শেষ করে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। শেষ ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য বাংলাদেশের। দারুণ সম্ভাবনা জাগিয়েও প্রথম দুই ম্যাচে দাপটের সঙ্গে জিততে পারেনি বাংলাদেশ। দু’বারই ব্যাটিং ধসে হারের শঙ্কায় পড়েছিল টাইগাররা। তারপরও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে জাকের আলির নেতৃত্বাধিন দল। প্রথম ম্যাচে...