০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ এএম বাংলাদেশ সচিবালয়ে আজ রবিবার থেকে একবার ব্যবহার্য বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) পণ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই প্লাস্টিক ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে সচিবালয়কে দেশের প্রথম ‘এসইউপি-মুক্ত প্রশাসনিক এলাকা’ হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সচিবালয়ের প্রবেশপথগুলোতে প্লাস্টিক নিয়ন্ত্রণে বিশেষ চেকিং পয়েন্ট বসানো হয়েছে। কেউ প্লাস্টিকের ব্যাগ বা একবার ব্যবহার্য পণ্য নিয়ে প্রবেশ করতে চাইলে তা সঙ্গে সঙ্গে জব্দ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে কাগজের বিকল্প ব্যাগ সরবরাহ করা হবে। সচিবালয়ের প্রতিটি ভবনে সচেতনতা বৃদ্ধির জন্য ইতোমধ্যে ব্যানার, বোর্ড ও পোস্টার টানানো হয়েছে। উদ্যোগটি যেন কার্যকরভাবে বাস্তবায়ন হয়, সে জন্য গঠন করা হয়েছে একটি মনিটরিং টিম। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব...