সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটরদের আলোচনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন: ফেসবুকে ১ হাজার ভিউ পেলে কত টাকা আয় করা সম্ভব? বিষয়টি নির্ভর করছে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তের ওপর — বিজ্ঞাপনদাতা, দর্শকের দেশ, ভিডিওর ধরন, বিজ্ঞাপন দেখানোর সময়লগ্নি ইত্যাদির ওপর। বাংলাদেশে প্রাসঙ্গিক গবেষণা ও ব্লগপোস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ফেসবুকে ইন-স্ট্রিম অ্যাডের অধীনে ভিডিও মনিটাইজড থাকলে ১ হাজার ভিউ’তে সাধারণত ৳১০ থেকে ৳৬০ পর্যন্ত আয় হতে পারে। তবে এটি একটি গড় আনুমানিক রেট। যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয়, বিজ্ঞাপন বেশি দেখানো যায় বা দর্শক বেশি সক্রিয় থাকেন (ভিউ, লাইক, শেয়ার, কমেন্ট বেশি), তাহলে আয় বেড়ে যেতে পারে।...