০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫১ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ এএম পবিত্র কুরআন অবমাননার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপুর্ব পালকে ভাটারা থানা পুলিশ শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে গ্রেফতার করেছে। তাকে রাত দেড়টার দিকে আটক করা হয়। পরে জানা যায়, অপূর্ব সম্প্রতি ফেসবুকে কুরআন অবমাননার কিছু ভিডিও আপলোড করে—যার প্রতিবাদে কয়েকশ শিক্ষার্থী এবং স্থানীয়রা রাতভর তার বাসার নিচে জমায়েত হয়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে; সেগুলোতে অপূর্ব ও পুলিশকে দেখা গেছে। নর্থ সাউথের এক শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক নাফসিন মেহনাজ গ্রেফতারির ছবি শেয়ার করে লেখেন, “কুরআন অবমাননার ঘটনাটির আপডেট: ছাত্ররা ঘেরাও করেছে, পুলিশ এসে তাকে গ্রেপ্তার করেছে—এখন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত...