চার বছর আগে ২০২১ সালে আফগানিস্তানের শাসনক্ষমতা দখল করে নিয়েছিল তালেবানরা। তখন তাদের ভয়ে নির্বাচিত সরকার থেকে শুরু করে মার্কিন সেনারাও পালিয়ে গিয়েছিল। এমনকি দীর্ঘ চার বছর ধরে বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে আফগানিস্তান। কিন্তু এবার আফগানিস্তানের জন্য আস্তে আস্তে দুয়ার খুলতে শুরু করেছে বিশ্ব।চীন, রাশিয়ার পর এবার ভারতও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী।এরই অংশ হিসেবে চলতি মাসেই নয়াদিল্লিতে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তার ওপর থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কমিটি সাময়িকভাবে তুলে নেওয়ার পর মুত্তাকির ভারত সফরের পথ খুলে যায়। এর মধ্য দিয়ে তিনিই হবেন প্রথম কোনো জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা যিনি ভারত যাচ্ছেন।আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৭ অক্টোবর মস্কো সামিটে যোগ দেবেন মুত্তাকি। এরপর তিনি ভারত সফর করবেন। ওই সামিটে চীন, ভারত, ইরান ও...