কমিশন সূত্র জানায়, দলগুলোর মতামত যতটা সম্ভব আমলে নিয়ে তার সঙ্গে বিশেষজ্ঞদের সুপারিশ গুরুত্ব দিয়ে কমিশন তার প্রতিবেদন শিগগিরই অন্তর্বর্তী সরকারকে দেবে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন। ১৫ অক্টোবর মেয়াদ শেষ হওয়ার আগে কমিশন নিজেদের মধ্যে বৈঠকে বসতে পারে। সূত্র জানায়, সরকারের কাছে জমা দেওয়ার আগে বিশেষজ্ঞদের এই প্রস্তাবটি আরও সুনির্দিষ্ট আকারে আজকের আলোচনায় তুলে ধরা হতে পারে। সেখানে সংবিধান আদেশ, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত এবং গণভোট। বিকল্প হিসেবে গণপরিষদ বা সংবিধান সংস্কার সভা নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদ প্রথমে সংবিধান সংস্কার করবে। এ ছাড়া কমিশন তৃতীয় আরেকটি প্রস্তাবের বিষয়ে আলোচনা করছে বলে জানা গেছে। ঐকমত্য কমিশনের একাধিক সদস্য দেশ রূপান্তরকে বলেন, সনদ বাস্তবায়নে অধিকাংশ দল একমতে পৌঁছালে সেখানে বিএনপির আপত্তি থাকলেও সিদ্ধান্ত নিতে ঐকমত্য কমিশন আর...