ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুমকিতে দুই জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক তার কার্যালয়ে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উত্তর পাঙ্গাশিয়া গ্রামের আ. হাকিম খানের ছেলে মনির হোসেন খা (৪০) ও মৃত খলিল ফরাজীর ছেলে কাইয়ুম ফরাজী (২৫)। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, পায়রা নদীর আলগি এলাকায় শনিবার রাতে অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় নৌকা ও জালসহ হাতে-নাতে তাদের আটক করা হয়। এ সময় ৫০ হাজার মিটার ইলিশ জাল জব্দ...