মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। শনিবার (৪ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা অভিযানে অন্তত ৪৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর আগের দিন শুক্রবার রাতে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছিল। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে বোমাবর্ষণ থামানোর নির্দেশ দেন। কিন্তু পরদিনই দখলদার বাহিনী সেই নির্দেশ অমান্য করে গাজার বিভিন্ন এলাকায় নতুন করে হামলা শুরু করে। সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে গাজা সিটির তুফ্ফাহ এলাকায়। সেখানে একটি বাড়িতে বিমান হামলায় একসঙ্গে ১৭ জন নিহত হন। স্থানীয় সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিল; সবচেয়ে কম বয়সি শিশুটির বয়স মাত্র ৮ মাস। এ ছাড়া নিহতদের মধ্যে তিনজন ত্রাণের আশায় লাইন দেওয়া অবস্থায় ছিলেন বলে জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ...