বিশ্বাসঘাতকতা শব্দটা আমাদের কাছে নতুন নয়; কিন্তু কিছু কিছু সময় আসে, যখন এই শব্দটা তার চেনা দাগ পেরিয়ে আরও তীব্র হয়, আরও কষ্টদায়ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেদিন তার তথাকথিত শান্তি পরিকল্পনা ঘোষণা করলেন, সেদিন মধ্যপ্রাচ্য যেন নিঃশব্দে হিমস্রোতে ডুবে গেল।তবে এই পরিকল্পনা যতটা না শান্তির, তার চেয়ে ঢের বেশি দখলের আর বঞ্চনার। একটানা দুই বছর ধরে গাজায় মৃত্যু, ধ্বংস আর অমানবিক অবরোধের ভেতর দিয়ে যাওয়া মানুষগুলোর জন্য এ পরিকল্পনায় আশার কোনো আলো নেই। বরং, যে পরিকল্পনায় জাতিসংঘের মুখ বন্ধ, ফিলিস্তিনিদের কণ্ঠ স্তব্ধ, আর ইসরায়েলি সেনাদের পদচারণাই ভবিষ্যতের দিকনির্দেশ, সেখানে কেবল নতুন একরকম দখলদারির জন্ম হয়।মধ্যপ্রাচ্যের আটটি দেশ—তুরস্ক, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিশর, ইন্দোনেশিয়া আর পাকিস্তান—এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে স্বাক্ষর করেছে। কিন্তু তারা কেউই আগেভাগে...