দীর্ঘমেয়াদি নতুন তিন চুক্তির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ১৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ৫ হাজার ৯৭৩ কোটি ৬০ লাখ ১০ হাজার ২৬০ টাকা। এই চুক্তির সঙ্গে রয়েছে কাতার ট্রেডিং এলএলসি, ওমানের ওকিউ ট্রেডিং এবং মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি।এ ছাড়া পুরো অর্থবছরে সব মিলিয়ে মোট ১১৫ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আনা হবে ৮২ কার্গো এবং স্পট মার্কেট থেকে কেনা হবে ৩৩ কার্গো এলএনজি। চলতি অর্থবছরে ব্যয় হবে ৫৫ হাজার ৩২ কোটি ৯ লাখ ৭৮ হাজার ২২৩ টাকা। পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।বিষয়টি নিয়ে কথা বলতে একাধিকবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।জানা গেছে, চলতি অর্থবছরে মোট...