ফিলিস্তিনের গাজায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া পরিকল্পনা আংশিকভাবে মেনে নিতে সম্মত হয়েছে হামাস। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রদান ও গাজার শাসনভার হস্তান্তরের মতো শর্তগুলো মেনে নিতে রাজি আছে তারা, যদিও গাজায় বিদেশি শাসন নিয়ে আপত্তি থাকার কথা জানিয়েছে তারা। তবে আংশিকভাবে হলেও হামাসের ট্রাম্পের পরিকল্পনা মেনে নেওয়ার সিদ্ধান্ত গাজায় চলমান সংঘাতময় পরিস্থিতির গতিপথ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা, যদিও ইসরায়েল ও হামাসের মধ্যকার কিছু মৌলিক বিষয়ে এখনো ‘অস্পষ্টতা’ রয়ে গেছে। হামাসের এই সম্মতির বিষয়ে বিশ্বজুড়েও ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে এবং জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে নতুন আশার সঞ্চার করেছে। অবশ্য ইসরায়েলি হামলায় সম্পূর্ণ বন্ধ হওয়া, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা—এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...