সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাহিদা বেগম (২৪)। তিনি রেজাউল করিমের স্ত্রী। হত্যায় জড়িত রেজাউল করিমকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্ত্রী সাহিদার সঙ্গে কথা কাটাকাটি হয় রেজাউলের। একপর্যায়ে ঘরে থাকা দা দিয়ে স্ত্রীর গলায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোলাপগঞ্জ থানার ওসি...