ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে এক ইজিবাইক ও এক নারীকে কুপিয়ে-পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। জমি-সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে ইজিবাইকের চালক খোকন মিয়াকে (৫৫) নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ নিয়ে গতকাল শনিবার সকালে নিহত ইজিবাইক চালকের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় অভিযান চালিয়ে সোহাগ মিয়া (২৫), জোসনা আক্তার বেলিকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। তার আগে গত শুক্রবার রাত ১০ টার দিকে মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা-৯৯৯ কল পেয়ে চালক খোকনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত খোকন মিয়া কর্মা গ্রামের...