নোয়াখালীর সোনাইমুড়ীতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মানিক্য নগর গ্রামে সাইমুন (২০) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইমুন আমিশা পাড়া ইউনিয়ন মানিক্যনগর আমজাদ বেপারি বাড়ির প্রবাসী মিজানের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মানিক্য নগর গ্রামের বাসিন্দা ওই কলেজ ছাত্র সকালের নাস্তা করে দুটি মেয়ের সাথে কথা বলা অবস্থায় নিজ ঘরে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি তার জেঠি জুবাইদা খাতুন টের পেয়ে তাৎক্ষণিকভাবে গলার রশি কেটে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সাইমুমকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাবাসী ঘটনাস্থলে ওই দুইটি মেয়েকে সোনাইমুড়ি থানা...