সুষ্ঠু নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গতকাল শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। নিজের ওপর সাম্প্রতিক সময়ের হামলার কথা উল্লেখ করে নুর বলেন, ‘শেখ হাসিনার আমলেও আমাদের ওপর এমন বর্বর হামলা হয়নি। যত বড় অফিসারই হোক এই হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ এর আগে নুরকে সংবর্ধনা দিতে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে জড়ো হন গণ...