কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে পড়া ও দলকে গতিশীল করতে খুলনা জেলা জাতীয় পার্টির (জাপা) পাঁচ উপজেলা ও একটি পৌরসভার কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এসব উপজেলা ও পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠন হবে। গতকাল শনিবার জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধুর সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলায় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ মার্চ খুলনা জেলা কমিটির সর্বশেষ সম্মেলন হয়েছিল। সম্মেলনে ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়। জেলা সভাপতি নির্বাচিত হন শফিকুল ইসলাম মধু। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর আর বর্ধিত সভা হয়নি। তবে দলকে গতিশীল করতে গতকাল মহানগরীর ডাকবাংলায় দলীয় কার্যালয়ে বর্ধিত সভা হয়। বর্ধিত সভায় কয়রা উপজেলা, পাইকগাছা উপজেলা ও পৌরসভা, দিঘলিয়া উপজেলা, তেরখাদা উপজেলা ও রূপসা উপজেলায় বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়।...