তদন্তে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : সচিব সমাজসেবা অধিদপ্তরের মাঠ প্রশাসনের কিছু কর্মকর্তা অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েছেন। তাদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্তির সময় উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে। প্রথম শ্রেণির কর্মকর্তা হয়েও স্বেচ্ছায় হাজিরা খাতায় স্বাক্ষর করছেন না কেউ কেউ। একেকজন কর্মচারী একেক উপজেলায় ৮-১০ বছর দায়িত্ব পালন করায় স্বেচ্ছাচারী হয়ে উঠছেন। এসব বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রতিকার ও প্রতিবাদ করে আবেদন করেছেন ভুক্তভোগীরা। তবে অধিকাংশ ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। এ বিষয়ে সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ যুগান্তরকে বলেন, সমাজসেবার মাঠপ্রশাসনে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেব। তিনি এর চেয়ে বেশি কিছু মন্তব্য করতে চাননি। সংশ্লিষ্টরা...