০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ এএম পাবনার ঈশ্বরদী পৌর এলাকার নারিচা মহল্লায় ভিখারী সেজে এক নারী প্রায় ২ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে উধাও হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে । স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা বেগমের বাড়িতে ভিখারী সেজে ঢোকেন ওই নারী। এ সময় নাসিমা বেগম বাড়িতে ছিলেন না, তাঁর পুত্রবধূ নুসরাত জাহান রূপন্তি একা ছিলেন। ভিখারী বেশে আসা নারী কথার ফাঁকে নুসরাতকে চেতনানাশক খাইয়ে অচেতন করে বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। নুসরাত জাহান জানান, বোরখা ও হিজাব পরা এক মহিলা ভিখারী বেশে বাড়িতে আসে। আমি তার জন্য রান্নাঘর থেকে চাউল আনতে যাই। এরপর কিছু মনে নেই—জ্ঞান ফেরার পর দেখি, শাশুড়ি আমার মাথায় পানি ঢালছেন।...