গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা এগোতে থাকায় শনিবার (৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের সঙ্গে বন্দি বিনিময়ে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল গাজার জন্য একটি "প্রাথমিক প্রত্যাহার রেখা"তে সম্মত হয়েছে এবং হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি কার্যকর হবে, পাশাপাশি বন্দি বিনিময় শুরু হবে। শনিবার রাতে ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ইসরায়েলের তেলআবিবে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশের ছবি শেয়ার করেন। সেখানে হাজারো মানুষ হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির দাবিতে অংশ নেন। তেলআবিবের ‘হোস্টেজেস স্কয়ার’-এ অনুষ্ঠিত এ সমাবেশে সাবেক বন্দিরা বক্তৃতা দেন এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রতি আশাবাদ ব্যক্ত করেন। জনতার বিশাল ব্যানারে লেখা ছিল, “It’s now or never” — অর্থাৎ, “এখন নয়তো কখনোই নয়।” ট্রাম্প লিখেছেন, “আলোচনার পর ইসরায়েল গাজার জন্য একটি প্রাথমিক প্রত্যাহার রেখায় সম্মত হয়েছে, যা আমরা হামাসের...