জমি কেনা-বেচা জীবনের বড় একটি সিদ্ধান্ত। অনেকের জন্য এটি সারা জীবনের সঞ্চয়ের ফল। তাই এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সামান্য অসতর্কতা বড় বিপদের কারণ হতে পারে। আমাদের দেশে জমি সংক্রান্ত মামলা ও বিরোধের সংখ্যা দিন দিন বাড়ছে। এর বড় একটি কারণ হলো—কাগজপত্র যাচাই-বাছাই না করেই তাড়াহুড়া করে জমি কেনা। অথচ একটু সচেতন হলেই এসব জটিলতা অনেকটাই এড়ানো সম্ভব। আর দিনের শুরুতেই যদি আপনি নিজের জমির কাগজপত্র গুছিয়ে যাচাই করার অভ্যাস গড়ে তোলেন, তাহলে আইনি ঝুঁকি অনেকটাই কমে যায়। সকালের সময়টা সাধারণত মনোযোগী ও প্রশান্ত থাকে। তখন কাজের ভিড় বা ফোনকলের ঝামেলা থাকে না। তাই এই সময়টা ব্যবহার করা যেতে পারে জমির নথিপত্র পর্যালোচনায়। বিশেষ করে যারা জমি কেনা বা বিক্রির চিন্তা করছেন, তাদের জন্য এটি হতে পারে সবচেয়ে কার্যকর সময়। সকালে...