ফিলিস্তিনের গাজার কিছু এলাকা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল। এখন হামাস সম্মত হলেই যুদ্ধবিরতি কার্যকর হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় সময় গত সোমবার হোয়াইট হাউস যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে একটি মানচিত্র প্রকাশ করে। সেই সীমারেখা থেকেই ইসরায়েল প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কাছ থেকে প্রস্তাব নিয়ে ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছেন জানিয়ে ট্রাম্প বলেন, হামাস যদি সম্মত হয়, তাহলে একটি যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ট্রাম্প লিখেছেন, আলোচনার পর ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। আমরা হামাসকে বিষয়টি দেখিয়েছি। হামাস যখন নিশ্চিত করবে তখন যুদ্ধবিরতি কার্যকর হবে, জিম্মি ও বন্দী বিনিময় শুরু হবে। মার্কিন প্রেসিডেন্ট...