প্রতিটি নতুন সকাল আসলে একটি নতুন শুরু। রাতের অন্ধকার পেরিয়ে যখন সূর্যের আলো ধীরে ধীরে পৃথিবী ছুঁয়ে যায়, তখন যেন জীবনের সব ক্লান্তি মুছে যায়। এই সময়টায় মানুষ নিজের মনকে নতুনভাবে সাজাতে পারে। সকালে ইতিবাচক চিন্তা ঠিক এমনই এক শক্তি, যা গোটা দিনের মনোভাব, কাজের ধরণ আর সৃজনশীলতা নির্ধারণ করে দেয়। অনেকেই বলেন, দিনটা কেমন যাবে তা নির্ভর করে সকালটা কেমন কাটল তার ওপর। তাই সকালে মনকে ইতিবাচক ভাবনায় ভরিয়ে তোলা কেবল ভালো লাগার ব্যাপার নয়, এটি এক ধরনের মানসিক অভ্যাস, যা জীবনে সাফল্য ও শান্তি এনে দেয়। ইতিবাচক চিন্তা মানে এই নয় যে জীবনের সব সমস্যা মিটে যাবে বা কষ্ট থাকবে না। বরং এর মানে হলো—মনকে এমনভাবে প্রস্তুত রাখা, যাতে প্রতিকূলতার মধ্যেও ভালো দিক খুঁজে পাওয়া যায়। সকালে উঠে...