প্রাচীনকাল থেকেই দেখা গেছে—পুরুষেরা নারীর তুলনায় কম দিন বাঁচেন। গ্রিক পুরুষরা সাধারণত যুদ্ধে অকালমৃত্যুর মুখোমুখি হতেন। ভিক্টোরিয়ান যুগের সমাধিফলও দেখায়, বিধবারা তাদের স্বামীকে ছাড়িয়ে অনেক বছর বেঁচে থেকেছেন। এবার এক বিস্তৃত বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করেছে, এই পার্থক্য কেবল ইতিহাসে নয়, জীববিজ্ঞানের গভীরতেও লুকিয়ে আছে। জার্মানির ‘ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইভোলিউশনারি অ্যানথ্রোপলজি’ এর গবেষকরা একগুচ্ছ স্তন্যপায়ী প্রাণী এবং পাখির প্রজাতি বিশ্লেষণ করেছেন। তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে একটি স্পষ্ট নিয়ম—পুরুষরা যত বেশি জটিল ও ক্লান্তিকর প্রজনন আচরণে যুক্ত থাকে, তাদের জীবনকাল ততই ছোট হয়। গবেষণায় দেখা গেছে, স্তন্যপায়ী প্রাণীর মধ্যে স্ত্রী প্রাণীরা গড়ে পুরুষের চেয়ে প্রায় ১২ শতাংশ বেশি দিন বাঁচে। অন্যদিকে, পাখির ক্ষেত্রে পুরুষেরা নারীর তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি দিন বাঁচে। এই পার্থক্যের মূল কারণ প্রজনন প্রতিযোগিতা। উদাহরণস্বরূপ, হরিণের শিংয়ের...