প্রবাসীরা দেশের রেমিট্যান্স-নির্ভর অর্থনীতিকে সচল রাখছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, দেশের বাইরে থেকেও প্রবাসীরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় রাতে পর্তুগালের লিসবনের দিজাজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রবাসীদের সংগঠন কাজা দো বাংলাদেশের উদ্যোগে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। আরও পড়ুনক্ষমতায় টিকে থাকতে জঙ্গি নাটক ও পাতানো নির্বাচন করেন শেখ হাসিনাকার পক্ষ নিলেন নূহাশ হুমায়ূন, বাবা নাকি মায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স। এতে প্রধান অতিথি...