জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে বড় ধরনের শাস্তির সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। উল্লেখযোগ্য সুপারিশ হলো-অভিযুক্ত কোম্পানিটির চেয়ারম্যান আমিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদকে তাদের ব্যক্তিগত দায়ের জন্য কমপক্ষে ১০ কোটি টাকা করে মোট ২০ কোটি টাকা জরিমানা। এছাড়া সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি রেস ম্যানেজমেন্টের নিবন্ধন বাতিল ও ২৫ কোটি টাকা জরিমানা, আর্থিক খাতে ব্যাপক সমালোচিত চৌধুরী নাফিজ সরাফাত ও রেসের ব্যবস্থাপনা পরিচালক হাসান তাহের ইমামের ২০ কোটি টাকা জরিমানা এবং আজীবন নিষিদ্ধ, বিএসইসির সাবেক চেয়ারম্যান-ড. খায়রুল হোসেন ও শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ কমিশনারদের আজীবন নিষিদ্ধ, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন ও সাবেক সেনা কর্মকর্তা প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদকে প্রতিষ্ঠানটির পরিচালকের পদে অযোগ্য ঘোষণা এবং বেস্ট হোল্ডিংসের প্লেসমেন্ট শেয়ারে লকইন আরও তিন বছর বাড়ানোর...