জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর থেকে হাসিনা সরকারের পতনের প্রেক্ষিতে দেশের পুলিশ অনেকাংশেই নিষ্ক্রিয় ভূমিকা পালন করায় সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি দেখা দেয়। বিশেষ করে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, সশস্ত্র ডাকাতি ও হামলার ঘটনা এমন মাত্রায় বৃদ্ধি পায় যে পুরো এলাকা এক আতঙ্কপুরিতে পরিণত হয়। এই পরিস্থিতি নজরে আনে কানাডার একজন জনপ্রিয় ইউটিউবার অ্যালেক্স ক্রাইসেল, যিনি নিজের ইউটিউব চ্যানেলে মোহাম্মদপুরের রাতের ভয়াবহতা তুলে ধরেন। অ্যালেক্সের ভিডিও শিরোনাম “On A.M. Slow in Mohammedpur: How Dangerous Is It Really?”। সেখানে তিনি দেখান, রাত একটায় একা মোহাম্মদপুরের গলিপথ ও রাস্তায় ঘুরে এলাকা পরীক্ষা করেছেন। যদিও সরাসরি কোনো হুমকি অনুভব করেননি, অনেকেই তার দিকে কৌতূহলী চোখে তাকিয়েছেন। তিনি সাবধানতার জন্য চেইন ও আংটি খুলে রেখেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছরে মোহাম্মদপুরে চাঁদাবাজি ও সশস্ত্র...