ভারতের সামরিক কর্মকর্তাদের উসকানিমূলক মন্তব্যের জবাবে পাকিস্তান সেনাবাহিনী কড়া হুঁশিয়ারি দিয়েছে। শনিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, এই মন্তব্যগুলো কেবল আঞ্চলিক শান্তিকে বিঘ্নিত করবে না, বরং নতুন করে অযৌক্তিক আগ্রাসন ও সংঘাত উসকে দিতে পারে। বিবৃতিটি আসে ভারতের বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিংয়ের এক বক্তব্যের পর। সিংয়ের দাবি, গত মে মাসের সংঘাতে ভারত পাকিস্তানের অন্তত ৫টি যুদ্ধবিমান—এফ–১৬ ও জেএফ–১৭—ভূপাতিত করেছে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। পাকিস্তান সেনাবাহিনী এই দাবিকে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে অভিহিত করেছে। আইএসপিআর আরও জানিয়েছে, “ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করছে, অথচ বাস্তবে তারাই দক্ষিণ...