ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকৃত ২০ দফা পরিকল্পনা কিভাবে গাজায় শান্তি ফিরিয়ে আনবে—এ নিয়ে বিশ্বমিডিয়ায় বিতর্ক তীব্র হচ্ছে। নিজে যুদ্ধ উসকানি ও zugleich শান্তিচুক্তি দাবি করে তৎপর—এমনই নানা পক্ষের সংবেদনশীল মিশ্র প্রতিক্রিয়ার মাঝেই মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাতির মোহাম্মদের কড়া সমালোচনা সামনে এসেছে। শাহাদাত রিফাতের রিপোর্টের সারমর্ম নিচে উপস্থাপন করা হলো। ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা ও হোয়াইট হাউসের খসড়াহোয়াইট হাউস ২৯ শে সেপ্টেম্বর ট্রাম্পের গাজার জন্য প্রস্তাবিত ২০ দফার একটি খসড়া প্রকাশ করেছে। ওই খসড়ায় দাবি করা হয়েছে, যদি উভয় পক্ষ—ইসরায়েল ও হামাস—প্রস্তাবিত শর্ত মানেন, তাহলে গাজায় ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধ করা সম্ভব এবং চিরস্থায়ী শান্তি ফিরে আসবে। হোয়াইট হাউস বলেছে, পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল ও হামাস উভয়ের সম্মতি লাগবে। ট্রাম্পের দাবি ও বিশ্বমঞ্চে মিশ্র প্রতিক্রিয়াট্রাম্পের দু’বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি নানা...